নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৫ সে নভেম্বর অযোধ্যায় যাচ্ছেন শিব সেনা নেতা উদ্ভব ঠাকরে ,সেই খানে তিনি ফের গিয়ে রাম মন্দির গড়ার প্রসঙ্গ তুলবেন । তার আগে শিবসেনা নতুন একটি স্লোগান তুলেছে তা হলো ” আগে মন্দির তারপর সরকার ” এই পরিস্থিতিতে শিবসেনার অন্যতম নেতা সঞ্জয় রাউত এক বক্তব্যে জানান যারা রামমন্দির নির্মাণ নিয়ে বিরোধিতা করছেন তাদের সারা দেশ ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যাবে । ১৭ মিনিটে আমরা বাবরি মসজিদ আর রাম মন্দির তৈরী করতে এতো সময় লাগে ।