শোভা বাজাররের রাজা নবকৃষ দেবের দুর্গ উৎসব

ঘন্টায় ওয়েবডেস্ক : শোভা বাজার রাজবাড়িতে শতাব্দী প্রাচীন এই দূর্গা পূজাটি শুধু উত্তর কলকাতার নয় ,সমগ্রহ  কলকাতা শহরের অন্যতম বড় বনেদি বাড়ির পুজো হিসাবে পরিচিত ।১৭৫৭ সালে রাজা নবকৃষ  দেব লর্ড ক্লাইভ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যান্য আধিকারিক দের  এই উৎসব উপলক্ষে আমন্ত্রণ করেছিলেন এবং  তাদের তার বাড়ির এই পুজো দেখা জন্যই নিত্য কক্ষ দেখার ব্যবস্থা করেছিলেন ,এই বছর এই পুজোটি ২৬১ বছরে পদার্পন করবে ,এই পুজোটির আকর্ষণীয় বৈশিষ্ট্যহ হলো ঘোড়ামুখী সিংহ । পুজোটি হয়  ৩৩ এবং  ৩৬ নম্বর রাজা নবকৃষ স্ট্রিটের জয়পুরিয়া কলেজের পাশে ।