খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকালের আইপিএলের নিলামে কেকে আর শিবির ১২ কোটি ২৫ লাখে দিল্লীর হাত থেকে তুলে শ্রেয়াসআইয়্যার কে ,আর প্যাট কামিন্স কে দলে রাখলেন ৭ কোটি ৫০ লাখে । কেকে আরের লক্ষই ছিল নতুন দল গড়তে আন্দ্রে রাসেল ,সুনীলনারায়ণ ,ভেঙ্কটেশ আইয়্যার ,বরুন চক্রবর্তীকে ধরে রাখা ।এই ছাড়া নেতৃত্ব দেওয়ার জন্য তারা শ্রেয়াসের উপরে ভরসা করছে ,শ্রেয়াস কেনিয়ে তাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...