নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত শুক্রবার কালনার প্রশাসনিক সভা থেকে বে আইনি চোলাই মদ বন্ধের প্রশাসন কে কড়া পদক্ষেপ নেয়ার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ,পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ কর্তা এবং আবগারি দফতরের কর্তাদের ও হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু তার পরেও চিত্র একটুও পাল্টায়নি , পুলিশ ও আবগারি দফতরের চোখ কে ফাঁকি দিয়ে আউশ গ্রামের অজয় নদের চড়ে চলছে চলছে দেদার চোলাই উৎপাদন এবং তা ছড়িয়ে যাচ্ছে আউশ গ্রাম ,মঙ্গলকোট , ভাতার সহ বর্ধমানের বিভিন্ন এলাকাতে ।