গুজরাট বাসীরা হাহাকার পাতিলেবুর জন্য

সারা গুজরাট জুড়েই চলছে সারা দিন ধরে তাপপ্রবাহ ।গরমের মধ্যে পাতিলেবু শরবত খেয়েও ভাবতে সেখানকার জনগণ কে ।পাতি লেবুর দ্বর সেইখান পৌঁছে গিয়েছে কেজি প্রতি ২০০ টাকা ।উল্লেখ্য গত বছর রাজকোটে এই সময়ে পাতিলেবুর দ্বর ছিল ৫০-৬০ টাকা এইবার সেই দাম তিনগুন হয়েছে ।