২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে মোদী কি হবেন প্রধানমন্ত্রী ?

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় মোদীর বয়স হবে ৭৪ বছর ।মোদী ক্ষমতা তে আসার পরেবিজেপিতে চালু করা হয় ৭৫ বছর বয়েস অব্দি দলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি করতে পারবেন ,সেই সূত্র ধরেই মার্গ দর্শক মণ্ডলীতে ঠেলে
দেওয়া হয় আদভানি জোশির মত নেতাদের ,সম্প্রতি মোদী খুব সম্ভবত শারদ পাওয়ারের সঙ্গে এক আলোচনা তে বলেন কেউ দুইবার প্রধানমন্ত্রী হলেই কাজ থেমে থাকে না আমার স্বপ্ন উন্নয়ন মূলক কাজ গুলিকে ১০০% সফল করে তোলা ।