রাজস্থানের জয় কেকে আরের বিপদ বাড়ালো

গতকাল আইপিএলে জয়ী হলো রাজস্থান,প্রথমে ব্যাট করে রাজস্থান ৬ উইকেটে তোলে ১৭৮ রান ,সর্বোচ্চ রান কারীরা হলো যশস্বী -৪১ সঞ্জু -৩২ এবং দেবদত্ত -৩৯।জবাবে লখনৌ সুপারজায়ান্ট ৮ উইকেটে তোলে -১৫৪ রান ।তাদের হয়ে সর্বোচ্চ রান কারীরা হলেন -হুডা ৫৯ (৩৯)। ১৮ রানে দুই উইকেট নিয়ে রাজস্থানের ট্রেন বোল্ট হন ম্যান অফ দি ম্যাচ ।