গতকাল কেদ্রীয় অর্থ মন্ত্রী পেট্রল ও ডিজেলের সারা ভারত জুড়ে দাম কমিয়ে একটি টুইট করে জানিয়েছেনরাজ্য সরকার গুলি এমন ছাড় দিয়ে মানুষ কে স্বস্ত্যি দিক ।কেরল সরকার গতকাল পেট্রোলের দাম ২টাকা ৪১ ও ডিজলের দাম ১ টাকা ৩৬লিটার প্রতি ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ।রাজনৈতিক পর্যবেক্ষক দের মতে এতে চাপ বাড়লো পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের উপরে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...