করোনা থেকে সারা বিশ্বে এখনো স্বস্ত্যি মেলেনি ,তার মধ্যে স্বাস্থ্য কর্তাদের উদ্বেগ বাড়িয়ে ক্রমেই বেড়েই চলেছে মাঙ্কি পক্স য়ের সংক্রমণ ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানাচ্ছেন আমেরিকা ইংল্যান্ড ,অস্ট্রেলিয়া ডেনমার্ক ,ফ্রান্স ইটালি সহ মোট ২১৯ টিদেশে এই রোগ ছড়িয়েছে আগামী দিনে এই রোগ ছড়াবে বলে আশঙ্কা আশঙ্কা প্রকাশ করছে হু ,১৯৭০ সালে মানুষের মধ্যে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়ায় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...