চোটের জন্য নিজেকে কমনওয়েলথ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন নিরাজ ,গত মাশে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের সময়ে তিনি ছোট পেয়েছিলেন কুঁচকি তে ।গতকাল স্টকহোমের ডায়মন্ড লীগে প্রথম প্রয়াশেই ৮৯.০৮ মিটার দূরে জ্যাভিলিন ছুড়ে সোনা নিশ্চিত করেন নিরাজ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...