তৃণমূল কি এইবার জহর সরকার কে শো কজ নোটিশ ধরাবে

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার তৃণমূল সরকার জহর সরকার বক্তব্য রেখেছিলেন ,দলের পঁচে যাওয়া অংশ কে বর্জন করতে হবে ।এই বক্তব্য নিয়ে তৃণমূলের শীর্ষ সাংসদ সৌগত রায় ,বলেন সাহস থাকলে জোহর বাবু পদত্যাগ করে দেখান ।কুনাল ঘোষ বলেন প্রয়োজনে জোহর ঘোষের বক্তব্য কে বিচার বিবেচনা করতে পারে শৃঙ্খলা রক্ষা কমিটি ।মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন ,তাকে বুঝতে হবে দলে থেকে এমন বক্তব্য রাখা যায় কিনা ।