নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানান যে ২০১৭-১৮ অর্থ বর্ষের কেনা বেচা ও কাঁচা মাল বাবদ মেটানো করের জন্য বার্ষিক জিএসটি রিটার্ন দাখিলের সময় আরো তিন মাস বৃদ্ধি করলো অর্থমন্ত্রক ,এক বিজ্ঞপ্তিতে পরোক্ষ কর পর্ষদ জানিয়েছেন সময় শিমা ৩১ সে ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ সে মার্চ করা হয়েছে ।
জিএসটি রিটার্নে আরো তিনমাস সময় বৃদ্ধি
On: Monday, December 10, 2018 11:39 PM








