জীবনের শেষ লেভার কাপ খেলতে লন্ডনে এলেন রজার ফেডেরার

রজার ফেডেরার টেনিস থেকে তার অবসরের কথা ঘোষণা করেছিলেন ।তার বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটাতে তিনি লন্ডনে এসে পৌঁছে গেছেন লেভার কাপ খেলতে ।আগামী ২৩ সে সেপ্টেম্বর o ২ এরেনা তে শুরু হচ্ছে লেবার কাপ টিম ইউরোপ তার সাথে থাকছেন নোভাক জোকোভিচ ,ও রাফায়েল নাদাল এবং কোচ হিসাবে থাকছেন বিয়োন বর্গ ।