নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : একেই বলে ভাগ্য , সম্প্রতি ৪০ আসল বিশিষ্ট মিজোরাম বিধানসভা ভোট শেষে দেখা গেলো উত্তর পূর্ব ভারতের এই রাজ্য ভোটের শেষ একজন মহিলা বিধায়ক পেলেন না , ২০৯ জন প্রার্থীর জন্য মহিলা ছিল ১৫ জন যা অন্যান্য বছরের থেকে সংখ্যা বেশি ,অথচ বিধানসভা মহিলা শুন্যই রইলো মিজোরামের মোট ভোটার ৬ লক্ষ ২০ হাজার ৩৩২ জন তার মধ্য মহিলা ভোটার হলো ৩,২০,৪০১ এবং পুরুষ ভোটার ২,৯৯,৯৩১ জন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...