নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : একেই বলে ভাগ্য , সম্প্রতি ৪০ আসল বিশিষ্ট মিজোরাম বিধানসভা ভোট শেষে দেখা গেলো উত্তর পূর্ব ভারতের এই রাজ্য ভোটের শেষ একজন মহিলা বিধায়ক পেলেন না , ২০৯ জন প্রার্থীর জন্য মহিলা ছিল ১৫ জন যা অন্যান্য বছরের থেকে সংখ্যা বেশি ,অথচ বিধানসভা মহিলা শুন্যই রইলো মিজোরামের মোট ভোটার ৬ লক্ষ ২০ হাজার ৩৩২ জন তার মধ্য মহিলা ভোটার হলো ৩,২০,৪০১ এবং পুরুষ ভোটার ২,৯৯,৯৩১ জন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...