২০০৯ সালে পাশ করা প্রাথমিক শিক্ষকেরা কি চাকরি পেতে চলেছেন

কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও কৃষ রায়ের ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়েছিলেন ২০০৯শালে প্রাথমিক শিক্ষক পদে বসা উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ২ হফতার মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে । মামলা কারীদের আইন জিবি ফিরদৌস শামীম বলেন , দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ,আদালতে এই কথা জানিয়েছেন , এক যুগ পরে চাকরি পাওয়ার আশা তে বুক বেঁধেছে চাকরি প্রার্থীরা ।