দিদি সুরক্ষা কবচ চিঠি বাড়িতে বাড়িতে

সামনে পঞ্চায়েত নির্বাচন কে মাথায় রেখেই চাপানো চিঠি তে দিদির সুরক্ষা খৱচ কর্মসূচি নাগরিক দের উদ্দেশ্যে লিখেছেন দলনেত্রী ।চিঠি তে লেখা আছে আমি আমার বিশস্থ্য প্রতিনিধি হিসাবে আমার দূত আপনার বাড়িতে পাঠাচ্ছি ,তাদের কাছেই আপনার অভাব অভিযোগ ও সমস্যা অনুগ্রহ করে জানান । আপনার সব অভিযোগ আমি ব্যক্তিগত স্তরে শুনবো ও তার সমাধান করবো ।