সারা দেশ জুড়ে বেকারত্বের ছবিটা করুন

গতকাল কেন্দ্রীয় পরিসংসখ্যান সংস্থা জানালো গত অক্টোবর থেকে ডিসেম্বর ,শহরে ১৫ বছর ও তার বেশিবয়েসী দের মধ্যে বেকারত্ব হয়েছে ৭.২%,২০২১ সালে ওই একই সময় হওয়া সমীক্ষা তে দেখা গিয়েছি বেকারত্বের সংখ্যা ছিল ৮.৭%।সমীক্ষাতে জানা গিয়েছে জানুয়ারী -মার্চে বেকারত্ব ছিল ৮.২%,এপ্রিল -জুনে ছিল ৭.৬% আর জুলাই -সেপ্টেম্বরে তা ছিল ৭.২%। সংশ্লিষ্ট মহলের দাবি।,এই হিসাবে স্পষ্ট কাজের ছবিটা সারা দেশ জুড়ে কতটা মলিন ।