ডিভিসির চেয়ারম্যান গতকাল পুরুলিয়ার রঘুনাথ পুরে বলেন আগামীবছরের গোড়ায় পুরুলিয়ার রঘুনাথ পুরে|তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবে ডিভিসি । সেইখানে ৬৬০ মেগাওয়াট য়ে সক্ষম দুটি ইউনিট তৈরি হবে ।বর্তমানে সেইখানে ডিভিসি পাচ্ছে ,১২০০ মেগাওয়াট বিদ্যুৎ চেয়ারম্যান বলেন প্রকল্প তৈরির জন্য দ্বরপত্র আহবান করা হয়েছে ব্যয় ১২০০ কোটি টাকা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...