রঘুনাথপুরে হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়

ডিভিসির চেয়ারম্যান গতকাল পুরুলিয়ার রঘুনাথ পুরে বলেন আগামীবছরের গোড়ায় পুরুলিয়ার রঘুনাথ পুরে|তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবে ডিভিসি । সেইখানে ৬৬০ মেগাওয়াট য়ে সক্ষম দুটি ইউনিট তৈরি হবে ।বর্তমানে সেইখানে ডিভিসি পাচ্ছে ,১২০০ মেগাওয়াট বিদ্যুৎ চেয়ারম্যান বলেন প্রকল্প তৈরির জন্য দ্বরপত্র আহবান করা হয়েছে ব্যয় ১২০০ কোটি টাকা ।