ফলের দাম আকাশ ছোঁয়া রমজান শুরু হতে না হতেই

SONY DSC

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান মাশ সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় ফল দিয়ে উপবাস ভঙ্গ করেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা ।কিছু দিন আগেই আপেলের দাম ছিল ১০০-১৫০ টাকা যা রমজান শুরু হতেই বেড়ে দাঁড়িয়েছে ৭০-৮০ টাকা ।মুসাম্বি লেবুর দাম পৌঁছে গেছে ২০ টাকার উপরে ,একটি পাতিলেবুর দাম ৬ টাকার উপরে । রাজ্যের জনতা অসহায় ।