দমকলে নিয়োগ দুর্নীতি নিয়ে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি,দিলো কলকাতা হাইকোর্ট ।সোমবার আইন জিবি তারুণ্যোতি তিওয়ারি বিচারক রাজশেখর মান্থার এজলাশে বিষয়টি রুজু করে মামলা করার|অনুমতি চান ,বিচারক তা মঞ্জুর করেন ।বিধায়ক তাপস সাহা বলেন আমার উকিলেরা রয়েছেন তারাই বিষয়টি দেখবেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...