শুক্রবার ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তিনটি ট্রেনের এবং তাতে সব থেকে বেশি ক্ষতি হলো হাওড়া থেকে ছাড়া
চেন্নাই সেন্ট্রাল গামী এক্সপ্রেসের । রেল সূত্রের খবর এই ঘটনা তে ৩০০ ও বেশি যাত্রী আহত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের ,যদিও আশঙ্কা,মৃতের সংখ্যা শতাধিক । রেল সূত্রে প্রকাশিত যশোবন্তপুর লাইনচ্যুত হয়েছিল ৬ টা ৫৫ মিনিটে আর করমণ্ডল লাইন চ্যুত হয় তার ৫ মিনিট পরে ,তবে কি যশোবন্তপুরের কামরা এসে পড়েছিল করমণ্ডলের লাইনের উপর ,এই নিয়ে না তদন্ত চলছে ।