সম্প্রতি রাহুল ও সোনিয়া গান্ধী হরিয়ানার সোনীপথের গ্রামে গিয়ে চাষীদের সঙ্গে সেখানকার মহিলা দের সঙ্গে আলাচারিতায় মেতে ছিলেন ।তাকে ট্রাক্টর চালাতেও দেখা গিয়েছিলো ।রাহুল কথা দিয়েছিলেন এক দিন ১০ জনপথ ভবনে ওই চাষী রমণী দের ডাকবেন ।তারা এসেছিলো দলবেঁধে সোনিয়া,প্রিয়াঙ্কা রাহুলের জন্য ঘি ,লস্যি এবং হাতে তৈরি আচার নিয়ে ।এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন তারা ।সেই সময় এক কৃষক রমণী বলেন “রাহুল কে এইবার বিয়ে দিন “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...