এগিয়ে থেকেও কিংস কাপে হেরে গেলো ভারত

গতকাল থাইল্যান্ডের মাঠিতে কিংস কাপের সেমিফাইনালে ইরাকের কাছে হেরে গেলো ৪-৫ গোলে ।খেলার
১৬ মিনিটের মাথায় নিখুঁত গোল করেন নাওরেম মহেশ সিংহ ,২৮ মিনিটে ঝিনগণের ভুলে সমতা ফেরান ইরাক । ইরাকের গোল রক্ষক ভুল করে বল নিজের গোল য়ে ঢুকিয়ে দিলে ভারত ২-১ গেলে এগিয়ে যায় ,৮০ মিনিটে রেফারির ভুল সিদ্ধান্তে পেনাল্টি পায় ইরাক ফলাফল হয় ২-২,ট্রাইবেকারে ভারত ৪-৫ গোলে হেরে যায় ।