নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত শনিবার সাংবাদিকদের এক সাখ্যাতকারে রাহুল দ্রাবিড় বলেন অস্ট্রেলিয়া তে আমাদের বোলার রা এখন যেই ভাবে বল করছে তা দেখে খুব ভালো লাগছে । সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের বোলার রা ধারাবাহিক ভাবে ২০ টি করে উইকেট নিচ্ছে ,বোলার দের ফর্ম দেখে বলাই যায় যে প্রতিটি টেস্টে ওরা ২০ টি করে উইকেট নিতে সক্ষম ,বুমরা , মোহাম্মদ সামি এবং শর্মা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন এই মুহূর্তে আমাদের ৪-৫ দুর্দান্ত ফাস্ট বোলার আছে এবং ফাস্ট বোলার দের রিসার্ভ বেঞ্চ ও সম পরিমান দক্ষ্য ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...