আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী দুই নিম্নচাপ টি ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে যাবে
এ সে যতই বাংলা থেকে যাবে ততই বৃষ্টির দাপট কমে যাবে আশা করা যাচ্ছে শুক্রবার থেকে দাপট কমে যেতে পারে । প্রসঙ্গত উল্লেখ্য আগামী ১০ দিনের মধ্যে মহালয়া দেবীপক্ষের সাথে সাথে ঢাকে কাঠি পড়বে তার আগে বাংলা তে বর্ষার বিদায় কামনা করছেন রাজ্য বাসি ।