গতকাল এক সাখ্যাত্কারে তৃণমূল সংসদ স্বীকার করে নেন যে ব্যবসায়ী দর্শন হীরানন্দানি কে তিনি তার
লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন ,তবে হিরানান্দানির কাছ থেকে অর্থ নেওয়ার কথা অস্বীকার করেন ।তিনি বলেন তার বন্ধু হীরানন্দানি তাকে রূপ শজ্জার সামগ্রী উপহার স্বরূপ দিয়েছেন । এথিক্স কমিটির তরফে তাকে আগামী ২ নভেম্বর হাজিরা দেওয়া কথা বলা হয়েছে ।