ইস্টওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কেএম আর সিএলের তথ্যবধানে অবকান্স তৈরি করেছে এই সাততলা গভীর মহাকরণ রেলস্টেশন টি ।২৬ হাজার বর্গমিটার আয়তনের ওই স্টেশনের একদম নিচতলা তে থাকবে প্লাটফর্ম অথবা রেলপথ ।উপরের দিকে থাকবে প্রবেশ পথ ,টিকিট কাউন্টার ইত্যাদি ।ওই স্টেশন দিয়ে ঘন্টায় প্রায় ২৫ হাজার যাত্রী যাতায়াত করার জন্য থাকছে ৮ টি চলমান সিঁড়ি এবং দুটি লিফ্ট ।অগ্নিকান্ড ঘটলে থাকলে বেরিয়ে আসার জন্য থাকবে ছয়টি সিঁড়ি ,এবং ২৯ টি বুকিং কাউন্টার ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...