দেশের বিদেশমন্ত্রীর রাশিয়া সফর অন্য মাত্রা দেবে দেশ কে

৫ দিনের রাশিয়া সফরেগিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর । তার লক্ষ্য ভূ রাজনৈতিক ও কৌশল গত বিভিন্ন বিষয়ে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ সহ ওই দেশের শীর্ষমন্ত্রী ও কূটনৈতিক দের সাথে আলোচনা তে বসা ।জানা গিয়েছে গত মঙ্গলবার রাশিয়ার কৌশল গত বিশেষজ্ঞ দের সাথে দীর্ঘ বৈঠক করেন এস জয়শঙ্কর ।তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন,খোলা মনে আলোচনা হলো রাশিয়ার বিশেষজ্ঞ দের সাথে,যা সব সময় দেশ কে ইতিবাচক পথে চালিত করবে ।