গতকাল কলকাতা আন্তর্জাতিক বইমেলা তে এক খাঁটি বইপ্রেমিক দেবব্রত চট্টোপাধ্যায় যিনি চাকদার ইংরিজির শিক্ষক তাকে কুর্নিশ জানান আয়োজকেরা ।জানা যাচ্ছেন বই পরে পরে সুগার বাঁধিয়েছেন এই শিক্ষক বছর ছয়েক আগে ।বই কেনার টাকা বাঁচাতে এখন তিনি সস্ত্রীক আমিষ খাওয়া ছেড়েঁছেন ,জানা যাচ্ছে বইমেলার শেষ বিকেলে বই কিনে কিনে তিনি প্রায় ৩ লক্ষ্য টাকার বই জড় করেছেন । চাকরিজীবীদের আক্ষেপ ১লা ফেব্রুয়ারী বইমেলা শেষ হলে তারা আরো কিছু বই কিনতে পারতেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...