১লা থেকে ৩ মার্চ ,অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠা ছিল বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিজের তারকা পাশাপাশি নামি ও দামি বিদেশী অতিথিদের ভিড় ।রবিবার অভিষেক তার মেয়ে আরাধ্যা বচ্চন ও ঐশ্বর্য্য কে নিয়ে পৌঁছে যান ।ঐখানে তাদের সঙ্গে দেখা হয় অমিতাভ জয়া ,শ্বেতা নন্দা ও তার পরিবারের সঙ্গে ।রজনীকান্ত ছিল উপস্থিত,রবিবার রাতে নাচ গানের অনুষ্ঠানে অরিজিৎশ্যান প্রীতম শ্রেয়া ঘোষাল ও সুখবিন্দর সিংহের মত গায়ক গায়িকারা ছিলেন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...