মহুয়া মৈত্র কি অভিনয় জগতে আসছেন

সৃজিত মুখার্জির আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নেই ,ছবিতে একটি ক্যামিও তে অভিনয় করবেন মহুয়া মৈত্র । এই পরিচালকের অন্য একটি ছবি সাদা রঙের পৃথিবীতে একটি গুরুত্বপূর্ন ছবিতে অভিনয় করেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায় ।মহুয়ার অভিনয়ের বিষয়টি স্বীকার করেননি পরিচালক ,তবে ছবিতে আছেন হৃত্তিক অনির্বান ,শৌর্যশ্রেণী ও রুদ্র নীল ।