গতকাল রাজ্য সভাতে রাষ্ট্রপতির বক্তিতায় ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন
পশ্চিমবঙ্গের চোপড়া ,সন্দেশখালি ও যেই সব নারী নির্যাতন হচ্ছে তা নিয়ে ইন্ডিয়া জোটের শরিক যে হেতু তৃণমূল কংগ্রেস তাই একটিও জোটের তরফ থেকে একটিও শব্দ খরচ করা হচ্ছে না ।তৃণমূলের রাজ্য সভার সদস্য সাগরিকা ঘোষ কার্য বিবরণী থেকে মোদির এই দাবি বাদ দেওয়া হোক ।