কালীঘাট মন্দির সংস্কার নিয়ে হয়ে গেলো প্রশাসনিক বৈঠক

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল কালীঘাট  মন্দিরের সংস্কার নিয়ে কলকাতা  পুরসভার মেয়র পরিষদ  দেবাশীষ কুমারের নেতৃত্বে মন্দির কমিটি ,মন্দিরের  সেবায়েত ও মন্দিরে অবস্থিত দোকানদার দের  নিয়ে এক দীর্ঘ  বৈঠকের  পর স্থির হয় ,দোকানের  ভাড়া সংক্ৰান্ত  বিষয়ে  কলকাতা  পুরসভা  কোনো  মাথা ঘামাবে না ,ভাড়ার  বিষয়টি ঠিক  করবে দোকানদার  ও মন্দির কমিটি মিলে  দেবাশীষ বাবু আরো বলেন যে  তাদের কাজ দোকানদার দের  অস্থায়ী  দোকান  তৈরী করে দেয়া ।