শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে টুইট করে নেটিজেন দের জানান নির্ভর যোগ্য সূত্রে আমি যে তথ্য পেয়েছি তাই আপনাদের জানাচ্ছি ।১)কলকাতা পুলিশ তদন্তের নামে মৃত ডাক্তারের ভিসেরা পরিবর্তন করেছেন , ২) এই জঘন্য অপরাধ সংগঠিত করেছিল বেশ কিছু ব্যক্তি মিলে ৩)রক্তের দাগ যুক্ত আইটেম গুলো পরে পরিবর্তন করা হয়েছে ৪) ওয়াশ বেসিন পরিবর্তন করে একটি নতুন ওয়াশ বেসিন,প্রতিস্থাপন করা হয়েছে ৫) আরজি কর প্রাঙ্গনের অন্য কোনো জায়গায় ভিকটিম ডাক্তার কে খুন করে স্থানান্তর করা হয় সেমিনার রুমে ,তিনি বলেন আমি আশা করি সিবিআই আরজি করে সব কোনা পরীক্ষা করবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...