সদস্য সংগ্রহ অভিযানে জোর দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

গত লোকসভা ভোটে তুলনা মূলক ভাবে যেই সব বুথ গুলিতে বিজেপি খারাপ ফল করেছে ,সেইখানে জনসংযোগ বাড়াতে অভিযানের সূচনা মঞ্চ থেকে ওই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।তিনি এই সদস্য অভিযানে মহিলা দের আরও বেশি করে সদস্য করার পরামর্শ দিয়েছেন । তিনি মহিলাদের আরও বেশি করে সদস্য করার জন্য জোর দিয়েছেন কর্মকর্তাদের ,উল্লেখ্য গতবার যে সদস্য সংর্ফ অভিযান শুরু হয়েচিলো দেশ জুড়ে, তাতে ১০ কোটি সদস্য এসেছিলো ,জোর দেওয়া হচ্ছে মহিলা ও দুর্বল শ্রেণীর সদস্য ও সদ্য প্রাপ্ত্য বয়স্ক দেড় উপরে ।