ইউনিস সরকার বাংলাদেশ কে ইসলামিক রাষ্ট্র বানাতে চাইছে

শেইখ হাসিনার সময় ,সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চেয়ে হাইকোর্টে মামলা হয়েছিল ।সেই মামলা তে সওয়াল করতে গিয়ে ,বাংলাদেশের ইউনিসের অন্তর্বর্তী সরকারের এটর্নি জেনারেল জানান ,বাংলাদেশের ৯০% বাসিন্দা যখন ইসলাম ধর্মের অনুসারী,তখন রাষ্ট্র ব্যবস্থার চরিত্রের সঙ্গায় ,ধর্ম নিরপেক্ষতা রাখা অর্থহীন ।