মাসেল স্পাজম য়ের সমস্যা তে ভুগছেন গায়ক সোনু নিগম । রবিবার পুনে তে এক কনসার্টের মাঝে অসুস্থ্য হয়ে পড়েন গায়ক ।যন্ত্রনা উপেক্ষা করেই তিনি শো শেষ করেন ।সামান্য সুস্থ্য হয়ে তিনি শো শেষ করেন । তার পরে আবার রাষ্ট্রপতি ভবনেও আবার অনুষ্ঠান করেন গায়ক ।তার গানে খুশি হয়ে সোনু কে জগন্নাথ দেবের মূর্তি উপহার দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...