খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রিকেটার দের সাথে চুক্তির যে বার্ষিক তালিকা তৈরী করে তাতে দেখা যায় (এ+) তালিকা রয়েছেন বিরাট ,রোহিত এবং বুমরাহ বার্ষিক ৭ কোটি , এ তালিকা তে রয়েছেন অশ্বিন ,জাদেজা ,পূজারা ,ভুবনেশ্বর ,অজিঙ্ক ,ধোনি ,ধাবন ,শামি ,কুলদ্বীপ ,ঈশান ,ঋষভ (বার্ষিক ৫কোটি ) বার্ষিক বি তালিকা তে রয়েছেন রাহুল ,হার্দিক ,উমেশ এবং চাহাল ( ৩ কোটি ) সি তালিকা তে রয়েছেন কেদার ,ঋদ্ধিমান ,দীনেশ ,রাইডু ,মনীশ ,হনুমা এবং খলিল আহমেদ ( বার্ষিক ১ কোটি )।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...