খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার গড়িয়াহাটে অগ্নিকান্ডে ভস্বিভূত ৩০ স্টল মালিকদের মধ্যে ৫ জন হকার কে স্টল বিলি করলেন মেয়র ফিরাদ হেকিম ,মেয়র নজর করেন স্টিলের কাঠামোর স্টলে চাকা লাগানো নেই সঙ্গে সঙ্গে তিনি সব স্টলে চাকা লাগানোর নির্দেশ দেন ,উল্লেখ্য পুড়ে যাওয়া সমস্ত স্টল মালিক রাই তাদের স্টল গুলি আগামী কয়েকদিনে পেয়ে যাবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...