বাদগামে অপহরণ করা হলো এক জওয়ান কে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল বাদগামের  কাজীপুড়ায়  ভারতীয় সেনা বাহিনীর এক জবান  ছুটি কাটাতে  বাড়িতে এসেছিলেন , কিন্তু দুর্ভাগ্য  বসত সেই সময় জঙ্গিরা  তার ওই বাড়িতে হামলা চালায় এবং তাকে অপহরণ করে  ,পুলিশের দাবি এটি জঙ্গিদের কাজ তবে নিরাপত্তার কারণে ওই জবানের  নাম প্রকাশ  করা  যাচ্ছে না । উল্লেখ্য এই দিন  কিস্তেবারে  এক পুলিশ  কর্মীর রাইফেল  ছিনতাই করে নিয়ে যায়  জোয়ানরা ।