কেন্দ্রীয় ভূ বিজ্ঞান দফতর চালু করতে চলেছে দামিনী এপস

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ঝড়  বৃষ্টির পাশাপাশি  বজ্রপাতের  পূর্বাভাষ  জানার জন্য কেন্দ্রীয়  ভু বিজ্ঞান  মন্ত্রক চালু করতে চলেছে  নতুন  এপস “দামিনী “।ইন্ডিয়ান  ইনস্টিটিউট অফ  ট্রপিকাল মেট্রোলজি  এবং আর্থ  সাইন্স সিস্টেম  অর্গানাইশাসন  মিলিত ভাবে আলিপুর আবহাওয়া দফতরে ,বাজ  চিন্নিত করণের সেন্সর বসাতে  চলেছি পরবর্তীকালে  রামপুরহাট  এবং  দার্জিলিংয়ের  এই সেন্সর  বসানোর  কাজ চালু  হবে ।