করণ জোহরের ছবিতে জুটি বাঁধছে টাইগার জাহ্নবী

On: Thursday, May 29, 2025 12:58 PM

বলিউডে র গুঞ্জন রাজ্ মেহতার পরিচালনা তে ও করণ জোহরের প্রযোজনা তে দক্ষিণী ছবির ডেডলির গল্প কে কেন্দ্র করে ,তৈরি হচ্ছে ছবি লাগ্ যা গলে । তাতে মুখ্য ভূমিকা তে থাকবেন টাইগার শ্রফ এবং জাহ্নবী কাপুর ।মূলত প্রতিশোধের গল্প নিয়েইএই ছবি সঙ্গে রয়েছে ,ভালোবাসার গল্প ।বরুন ধবন কথা ছিল এই ছবিতে নায়কের ভূমিকা তে অভিনয় করবেন কিন্তু তিনি ব্যস্ত থাকা তে টাইগার শ্রফ কে নায়কের ভূমিকা তে নেওয়া হয়েছে ।