ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্দে প্রথম দিনেই চালকের আসনের

অরুন জেটলি স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট য়ে ,প্রথম দিনে ভারত তোলে দুই উইকেটে ৩১৮ রান । যশস্বী নট আউট ১৭৩ এবং গিল নট আউট ২০।আউট হয়েছেন কেএল রাহুল ৩৮ এবং সুদর্শন ৮৭।শতরানের থেকে মাত্র ১৩ রান আগে আউট হয়ে সুদর্শন জীবনের প্রথম সেঞ্চুরির সুযোগ হারালেন ।