আগামী শুক্রবার থেকে ভোটের জন্য রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে আগামী  লোকসভা উপলক্ষে ১০ কোম্পানি  আধা  সামরিক বাহিনী  ( বিএসএফ),পৌঁছেছে  রাজ্যে ।তাদের  উত্তর ২৪ পরগনা ,দক্ষিণ ২৪ পরগনা ,মুর্শিদাবাদ ,মালদা ,বীরভূম ,পশ্চিম  বর্ধমান ,উত্তর দিনাজপুর ,পূর্ব মেদিনীপুর  এবং কলকাতায়  মোতায়েন  করা হবে । তাদের কাজ  এলাকাতে  টহল  দাড়ি  করা , কমিশনের এক  কর্তা  বলেন ” এটি  বাহিনীর  প্রথম ধাপ “,ধাপে  ধাপে আরো  বাহিনী  আসবে ভোটার  দের  মনোবল যোগাতে ।