গতকাল ভারতের মাঠে টি ২০ খেলা তে ভারত হারালো দক্ষিণ আফ্রিকা কে ৭ উইকেটে ।প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে সব উইকেট হারিয়ে ১১৭ রান ।অর্শদ্বীপ সিংহ ১৩ রানে দুটি উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন । এই ছাড়াও দুটি করে উইকেট নেন বরুন ,কুলদ্বীপ এবং রানা ।দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৬১ রান করেন মার্করাম ।ভারত ৩ উইকেটে ১২০ রান তোলে ,সর্বাধিক রান করে অভিষেক শর্মা ৩৫ রান করেন ১৮ বলে ।
তৃতীয় ওয়ান ডে তে ভারত হারালো দক্ষিণ আফ্রিকা কে ৭ উইকেটে
On: Monday, December 15, 2025 11:42 AM





