আজকে বাংলার এস আই আরের ভাগ্য নির্ধারণ

On: Tuesday, December 16, 2025 8:56 AM

মেসি দর্শনে যুবভারতী স্টেডিয়ামে ভাঙ্গচুরের অভিযোগে ৫ জন কে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ।ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাংচুর ,সরকারি কর্মীদের কাজে বাধা ,মারধর ,সহ একাধিক ধারাতে মামলা দায়ের করা হয়েছে ।তদন্তকারী রা বলেন সিসি ক্যামেরার ফুটেজ দেখেই এদের কে চিন্নিত করা হয়েছে ।বিধাননগর এস ই জে এম আদালত এদের ২২ সে ডিসেম্বর অব্দি জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে ।প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে ।