: ৯ বছর আগে ঋত্বিক ও য়ামি গৌতম অভিনীত কাবিল ছবিটি মুক্তি পেয়েছিলো । ছবির পরিচালক সঞ্জয় গুপ্ত জানান ,চিত্র নাট্য তৈরি কাবিল ২ য়ের । প্রযোজক হবেন রাকেশ রোশান । গল্পটি হচ্ছে এক দৃষ্টিহীন দম্পতির শান্তির সংসার এক অপরাধীর জন্য কি ভাবে শেষ হয়ে যায় তা নিয়ে । ঋত্বিক আপাতত ব্যস্ত কৃষ ৪ নিয়ে,সেটি শেষ হলে কাবিল ২ তিনি তৈরি শুরু করবেন ।
ঋত্বিক অভিনীত কাবিল ২ বাজারে আসতে চলেছে
On: Monday, January 19, 2026 10:05 AM





