জোট উদ্যোগ ভেস্তে যাওয়ার জন্য টাকার খেলা কে দায়ী করলেন বামফ্রন্ট চেয়ারম্যান

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  সংবাদমাধ্যমের সামনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান  বসু  বলেন  আমরা  রাজ্যের  বিজেপি ,তৃণমূলের  বিরুদ্ধে থাকা মানুষের ভোট কে ঐক্যবদ্ধ  করতে চেয়েছিলাম  কিন্তু কংগ্রেস আমাদের জেতা  দুটি আসনে  প্রার্থী দিয়ে সেই  সম্ভাবনা  ভেস্তে দিলেন । ধান্দা  এবং ধনতন্ত্রের  কারবারিরা  টাকা  ভর্তি ব্যাগ নিয়ে আসরে নেমেছেন এই শুভ  উদ্যোগ ভেস্তে দেয়ার লক্ষে । কংগ্রেস সভাপতি বলেন “টাকার  খেলা  হয়ে থাকলে  বিমান বসু  প্রমান  করুন “।