বেতন বাড়ল পঞ্চায়েতের চুক্তি কর্মীদের

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভোটর   নির্ঘন্ট  ঘোষণা  হয়  ১০ই  মার্চ ,  ঠিক  তার  আগের  দিন  ৯ই  মার্চ  পঁঞ্চায়েৎ   দফতরের   চুক্তি  ভিত্তিক  কর্মীদের  সাম্মানিক  বাড়ানোর  নির্দেশ  জারি  করে  রাজ্য  সরকার।  যারা  ১০০  দিন  কাজের  সঙ্গে  যুক্ত  তাদের  টাকা  বাড়ানো  হয়েছে,  চার  থেকে  সাত  হাজার  টাকা  পর্যন্ত ।  তৃণমূল  প্রভাবিত  রাজ্য  সরকারি  কর্মচারী  ফেডারেশন ভোটের   আগে  এই  বৃদ্ধিকে  স্বাগত  জানিয়েছেন।