খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পশ্চিমবঙ্গে আগামী দিন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি চারটি সভা করবে বলে জানাল পদ্ম শিবির। আগামী ২০ সে এপ্রিল সভা হবে বালুর ঘাটের বুনিয়াদ পুড়ে । রাজ্য বিজেপীর তরফে জানানো হয় যে আগামী ২৩ সে এপ্রিল ও ২৪ সে এপ্রিল নরেন্দ্র মোদি সভা করবেন যথাক্রমে বোলপুর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে । পাশাপাশি ২৩ সে এপ্রিল উলুবেড়িয়া ও সিউড়িতে সভা করতে পারেন বিজেপী র সর্ব্ব ভারতীয় সভাপতি অমিত শাহ ।